...
হস্‌পিটাল সেবাসমূহ
শিশু ওয়ার্ড

শিশু ওয়ার্ড

বড়দের চেয়ে শিশুরা খুব দ্রুত যেকোন রোগে আক্রান্ত হয়। বাচ্চাদের অসুখ বিসুখে তাই প্রয়োজন একটু বেশিই কেয়ার। সাইক জেনারেল হস্‌পিটাল-এ হেল্‌থ সাপোর্টের বিষয়টি মাথায় রেখে শিশুদের জন্যে আলাদা শিশুবান্ধব ওয়ার্ড তৈরি করা হয়েছে।

পুরুষ ওয়ার্ড

পুরুষ ওয়ার্ড

বড়রা সবকিছু বোঝে এবং স্বাস্থ্য স্বচেতন তবুও তারা বিভিন্ন্ অসুখে আক্রান্ত হয় এবং স্বাস্থ্য ঝুকিতে পড়ে। সাইক জেনারেল হস্‌পিটাল লিঃ সবার কথা মাথায় রেখে তাই পরিবেশ বান্ধব, পরিস্কার, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত পুরুষ ওয়ার্ড স্থাপন করেছে। যে কোন ধরনের স্বাস্থ্য সেবা আপনি নিতে পারেন। সাইক জেনারেল হস্‌পিটাল লিঃ আপনাকে স্বাগত জানাচ্ছে।

মহিলা ওয়ার্ড

মহিলা ওয়ার্ড

সুস্থ্য মা স্ববলজাতি এই কথাটি মাথায় রেখে সাইক জেনারেল হস্‌পিটাল লিঃ আলাদা করে মহিলা ওয়ার্ড চালু করেছে। যে ওয়ার্ড ঝকঝকে, তকতকে প্রচুর আলো বাতাসে ভরা। মহিলাদের অনেক ধরনের অসুখ হয় তার মধ্যে গাইনোকোলজিক্যাল অসুখ সবচেয়ে বেশী। এর জন্য উপযুক্ত পরিবেশ সাইক জেনারেল হস্‌পিটাল লিঃ এ বিরাজ করছে আপনি আমনত্রিত।

বেবি ওয়ার্মার

বেবি ওয়ার্মার

নিউবর্ন (নবজাতক) বেবীদের শরীরের তাপমাত্রা কম-বেশী হলে বড় ধরনের ইফেক্ট পড়তে পারে। সাইক জেনারেল হস্‌পিটাল-এ বেবিদের তাপমাত্রা নিয়ন্ত্রণে রয়েছে বেবি ওয়ার্মার।

বেবি ফটোথার্মার

বেবি ফটোথার্মার

সাইক জেনারেল হস্‌পিটাল-এ বেবিদের যত্নে রয়েছে বেবি ফটোথার্মার।

ইনফ্যান্ট ইনকিউবেটর

ইনফ্যান্ট ইনকিউবেটর

অপেক্ষাকৃত দূর্বল নবজাতকের সাপোর্টের জন্য রয়েছে ইনফ্যান্ট ইনকিউবেটর সুবিধা।

অ্যাম্বুলেন্স সার্ভিস

অ্যাম্বুলেন্স সার্ভিস

সাইক জেনারেল হসপিটালের রয়েছে নিজস্ব এ্যাম্বুলেন্স সার্ভিস সুবিধা।

হটলাইনঃ ০১৯৩৬-০০৫৮৭০
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.